বন্ধু- কবিতা


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২০, ৯:৫০ অপরাহ্ণ /
বন্ধু- কবিতা

 বন্ধু
সোহেল রানা

প্রেম ভালোবাসা বন্ধু, হইকি মেনে মসলিম কি হিন্দু,
জাতি ধর্ম পদবী, ইত্যাদি মেনে,হইনা প্রেম বন্ধু ।
প্রেম ভালবাসা বন্ধুত্ব সম্পর্ক হইকি মেনে রক্ত
দুটি মন হয়ে মক্ত, প্রেমিক হয় প্রেমিকার ভক্ত ।
বন্ধুর দুখে কাঁদি আমি, বন্ধুর সুখে হাঁসি,
বন্ধু বন্ধুর জন্য দিতে পারে, জান কুরবান ফাঁসি।
বন্ধু তুমি খাঁটি সোনা, নয়কো রুপচাদি, ভুলে সমস্ত ঝগড়া বিবাদ কাজি,
বন্ধু সিটে যোগ দাও আজই।
বন্ধুর নিতিতে আছে মানা, নো থ্যাংকস, নো সরি, এটাতে সবাই রাজি?
বন্ধুর বন্ধুতে মজি, বন্ধুর সাথে শেয়ার করো,
সব কথা নিয়মটি করো আজই।
কথা দাও বন্ধু তুমি ভুল বুঝে,কখনও ভুলনা মোরে,
বেধে রেখো, তোমার হৃদয় ক্রোড়ে,
সারা জীবন আমায় মনে করে।
বন্ধু তুমি (চলার সাথি),
খেলার সাথি, পড়ার সাথি হয়না তুমি পুরুষ কিংবা নারি,
(কখনও ভুলবনা) আমি কি,
তোমাই কখনও আমার জীবনে ভুলিতে পারি ।
দামি হোক তোমার জীবন, যেমন দানি হিরা চুনি পান্না,
কামনা করি সারা জীবন বয়ে যাক,
তোমার জীবনে অনেক হাসি আনন্দের বন্যা ।
বন্ধুর সাথে বিশ্বাস ঘাতকত করতে আছে মানা,
ইতি, বলছি আমি বন্ধু সোহেল রানা !