প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৫ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৯ জনের ফলাফল পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে আটজন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একজন পটিয়া উপজেলার।
গত কয়েকদিনে চট্টগ্রামে মোট ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “নির্দেশনা মেনে নিয়মিত নমুনা পরীক্ষা চলছে। আক্রান্তদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি বয়সী, তাদের মাস্ক ব্যবহারের মাধ্যমে সুরক্ষিত থাকার আহ্বান জানাচ্ছি।”
আপনার মতামত লিখুন :