মেহেরপুরে বাণিজ্য মেলার নামে চলছিল জুয়ার আসর, অঃ মেজর শরিফ হোসেন মুকুলের হস্তক্ষেপে বন্ধ


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : জুন ১১, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ /
মেহেরপুরে বাণিজ্য মেলার নামে চলছিল জুয়ার আসর, অঃ মেজর শরিফ হোসেন মুকুলের হস্তক্ষেপে বন্ধ

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত বাণিজ্য মেলার আড়ালে চলছিল জুয়ার আসর। দীর্ঘদিন ধরে এই অভিযোগ স্থানীয় ক্রীড়া ও সুশীল সমাজের মধ্যে ক্ষোভের জন্ম দিলেও প্রশাসনিক কার্যক্রম ছিল সীমিত। তবে সম্প্রতি ঢাকা থেকে নিজ জেলা সফরে এসে সাবেক সেনা কর্মকর্তা ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গাংনীর কৃতি সন্তান এবং জনগণের অকৃত্রিম বন্ধু অবসরপ্রাপ্ত মেজর শরিফ হোসেন মুকুল এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেজর মুকুল মেহেরপুরে আসার পর স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, স্টেডিয়ামে বাণিজ্য মেলার নামে প্রকাশ্যে জুয়া খেলা ও অনৈতিক কার্যক্রম চলছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি সামরিক গোয়েন্দা বিভাগ (DMI) এর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তাঁর হস্তক্ষেপ ও অনুমতির ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় মেলার জুয়ার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এই সাহসী ও জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগের জন্য মেহেরপুর জেলার সুশীল সমাজ, ছাত্রসমাজ, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী সহ সর্বস্তরের মানুষ মেজর শরিফ হোসেন মুকুলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, একজন সচেতন নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে তিনি আবারও প্রমাণ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি কখনোই নীরব থাকেন না।

মেহেরপুরবাসী বিশ্বাস করেন, গাংনী তথা পুরো জেলার জন্য দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অঃ মেজর শরিফ হোসেন মুকুলের মতো নেতৃত্ব একান্ত প্রয়োজন। অনেকেই আশা করছেন, আগামী দিনে তাঁকে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখার সুযোগ পাবেন গাংনীর মানুষ।