যখন আমি থাকবনা


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৩, ১২:১৭ অপরাহ্ণ /
যখন আমি থাকবনা

আজ আমি আর নেই 

                        আবু জার গিফারী

একদিন ছিল মোর এ বাড়ী

আজ তোমরা করছ কাড়াকাড়ি

খুব কষ্ট করে জমিয়ে ছিলাম ধনরত্ন

সেজন্য গহীন বনে রেখেছ আমাই মুক্ত

তোমাদের কাছে চাওয়ার কী আছে?

তোমরা তো এখন সেজেছ রাঙ্গা সাজে

একটি মানুষ তোমাদের মাঝে না থাকলে কি জাই আসে?

হাজার মানুষ পেয়েছ তোমাদের পাশে

আমার বুকটা  ভরিয়ে গেছে ঘাসে !

তোমরা সবাই থেক আলোর পাসে

আমি তোমাদের দেখব পাথর চোখে

কোন এক সন্ধ্যা তারা হয়ে।