গাংনী উপজেলা বিএনপি নেতা সানোয়ার হোসেন মাষ্টারের ইন্তেকাল


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ /
গাংনী উপজেলা বিএনপি নেতা সানোয়ার হোসেন মাষ্টারের ইন্তেকাল

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য ও তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃতি সন্তান মো: সানোয়ার হোসেন মাষ্টার আর নেই। গত ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে নিজ গ্রাম ইসলামপুরসহ পুরো গাংনী উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গাংনী উপজেলা বিএনপি। এক শোকবার্তায় দলীয় নেতৃবৃন্দ বলেন, মো: সানোয়ার হোসেন মাষ্টার ছিলেন একজন আদর্শিক, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার অবদান দল চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।

মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে জানাজার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।