গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৫, ২:২০ অপরাহ্ণ /
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জাহিদ,গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ফরতুল্লাহর ছেলে।

রবিবার সকাল ১০টার দিকে ভাটপাড়া গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শওকত আলী মাঠের একটি বিদ্যুতচালিত সেচপাম্প চালু করতে যান। এসময় সেচপাম্পটির একটি অরক্ষিত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, তবে পথেই তাঁর মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত শওকত আলী দুই সন্তানের জনক ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।