মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ /
মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা

আবু জার গিফারী জাহিদ, ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মেহেরপুরের গাংনীর মেয়ে রজনী খাতুন (৩৭)। সন্তানকে রক্ষা করতে গিয়ে এই মায়ের আত্মত্যাগ দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি করেছে।

ঘটনার সময় রজনী ধারণা করেছিলেন, তার ছোট মেয়ে শ্রেণিকক্ষে আটকা পড়ে আছে। বাঁচানোর জন্য তিনি আগুনের মধ্যে ছুটে যান স্কুলভবনের দিকে। তবে ভাগ্যক্রমে শিশুটি ইতোমধ্যে স্কুলের বাইরে নিরাপদ স্থানে চলে গিয়েছিল। কিন্তু রজনী তা জানতেন না। ভয়াবহ আগুনে অগ্নিদগ্ধ হয়ে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

নিহত রজনী মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে। তিনি রাজধানীতে স্বামী জহিরুল ইসলাম ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন। জহিরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী, তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, সেখানেই রজনীর মরদেহ দাফন করা হবে।

এই দুর্ঘটনায় রজনীর পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বলেন,
“রজনী ছিলেন মমতাময়ী মা ও সংগ্রামী নারী। সন্তানকে রক্ষার চেষ্টা করতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন তিনি সত্যিকার অর্থে একজন বীর মা।”

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। এতে স্কুলের শিক্ষার্থীসহ অন্তত ২০ জন প্রাণ হারান এবং শতাধিক আহত হন।