ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৩৪ জন


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ /
ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৩৪ জন

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৫১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৮৩ জন । বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মোট ৮৯১ জন রোগী। এর মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি রয়েছেন ৫৪৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। এডিস মশার বিস্তার রোধে স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২১৮ জনে। মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকলেও আশঙ্কা বাড়ছে বর্ষা মৌসুমে সংক্রমণ বাড়ার সম্ভাবনায়।