গাংনীতে পূর্বশত্রুতার জেরে যুবককে গলাকেটে হত্যার চেষ্টা


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ /
গাংনীতে পূর্বশত্রুতার জেরে যুবককে গলাকেটে হত্যার চেষ্টা

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পূর্বশত্রুতার জেরে উমেদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে গলাকেটে হত্যার চেষ্টা করেছে সাফায়েত হোসেন নামের তারই প্রতিবেশী এক যুবক।

আহত উমেদুল ইসলাম গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। অভিযুক্ত সাফায়েত হোসেন একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। শনিবার দিবাগত মধ্যরাতে জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, প্রচণ্ড গরমের কারণে উমেদুল রাতে বাড়ির বাইরে ছিলেন। এ সময় সাফায়েত তাকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। উমেদুলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, পূর্ব বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”