বাবাহারা স্কুল ছাত্র লিখনকে বাঁচাতে এগিয়ে আসুন


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ /
বাবাহারা স্কুল ছাত্র লিখনকে বাঁচাতে এগিয়ে আসুন
গাংনী প্রতিনিধিঃ  মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র লিখন (১৫) । দুটি কিডনি বিকল হয়ে রাজাশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন । প্রাণচঞ্চল এ কিশোরের জীবনের আলো নিভু নিভু করছে! মুমূর্ষু অবস্থায় হাসপাতালের সাদা চাদরে মোড়ানো বিছানায় শুয়ে দুশ্চিন্তার কালো মেঘে ছেয়ে আছে তার মনে । বিদ্যালয়ের, সহপাঠী আর দুরন্তপনার স্মৃতি খুব অভিমানের অশ্রু বয়ে চলেছে তার অসহায় দুটি চোখে । পাশে বসে আছে বিধবা মা তার সমস্থ অসাহত্ব নিয়েও ছেলেকে মিথ্যে শান্তনা দিয়ে যাচ্ছে , “ বাবা কিছু হবে না ঠিক হয়ে যাবে” করুন এই দৃশে অনেকেরি হৃদয় কে অবহেলা করেছে রক্ত!
পৃথিবীর এই নির্মম খেলার নিয়তি তাকে ফেলে দিয়েছে জীবন মৃত্যুর সন্নিকটে । তাকে একটি কিডনি দান করে বাঁচিয়ে তুলতে চান তার মা । কিন্তু দরকার অনেক অর্থের!
খুব ছোটতে বাবাকে হারিয়ে অসহায় বিধবা মায়ের ছায়ায় ও অত্যন্ত অভাব অনটনের সংসারের দায়িত্ব বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছিলো এই কিশোর ।
কখনো জীবন ও জীবিকার প্রয়োজনে সে অন্যের জমিতে মুনিষ খেঁটে (শ্রমদিয়ে) সংসার ও স্কুলের খরচ যোগান দিয়ে আসছিলো ।
তবে মাঝে মাঝেই সে ক্লান্তবোধ করতো, অসুস্থ হয়ে যেতো । তার শারীরিক সমস্যার গুরুত্ব দেবা বা মাথার উপরে স্নেহচ্ছায়া বটবৃক্ষের মতো বাবা নামক ছায়াটি না থাকার কারনে ধীরে ধীরে রোগটি বড় হতে থাকে, অসুস্থতার কারণ পরীক্ষা করতে গিয়ে জানতে পারে তার দু’টি কিডনিই অকেজো হয়ে গেছে !
এমন অবস্থায় বাঁচার উপায় দু’টি – নতুন কিডনি সংযোজন অথবা নিয়মিত ডায়ালাইসিস করানো; যার উভয়েই অনেক ব্যয়বহুল । তবে উন্নত চিকিৎসা করানো হলে বা কিডনি প্রতিস্থাপন করা হলে লিখন এখনো এই পৃথিবীর আলো দেখতে পারবে, পারবে মায়ের অসীম শূন্যতার অবসান ঘটাতে। তবে এ রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। চিকিৎসার প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা দরকার হবে বলে জানান চিকিৎসকরা । এলাকাবাসি আর আত্মীয়স্বজনদের সহযোগিতায় এতোদিন তার চিকিৎসা চলেছে। লিখনের মা সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষদের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, বিত্তবানদের একটু সহযোগিতাই পারে তার ছেলের জীবন বাঁচাতে। আমরা চাইলেই ব্যক্তিগত ভাবে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। ফেসবুক থাকা সবার দৃষ্টি আকর্শন করছি, নিজ নিজ যায়গা থেকে লিখনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই ।
AGRANI BANK LIMITED
M A LINKON
A/C 0200015524862
BAMONDI BAZAR BRANCH
GANGNI, MEHERPUR
ISLAMI BANK BANGLADESH LTD.
(Agent Banking System)
MST FATEMA ISLAM
A/C 20507770252113305
MEHERPUR BRANCH, GANGNI, MEHERPUR
BANK ASIA LTD
MD NAYEEM HOSSEN
A/C- 624 3400 3256
BAMUNDI BRANCH
GANGNI-MEHERPUR
DUTCH BANGLA BANK LIMITED
DBBL Agent Banking System
MD. NAYEEM HOSSEN
A/C- 701 741 641 0492
GANGNI-MEHERPUR
লিখনের মায়ের বিকাশ নাম্বারঃ 01323994017
(পার্সোনাল bKash নাম্বার)