গাংনীর চরগোয়ালগ্রামে গলায় ফাঁস অবস্থায় মৃতদেহ উদ্ধার


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ণ /
গাংনীর চরগোয়ালগ্রামে গলায় ফাঁস অবস্থায় মৃতদেহ উদ্ধার

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে সত্তোরোর্ধ এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরাদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ রবিবার সকালে স্থানীয় জনগন তাকে দেখতে পেয়ে গাংনী উপজেলার পুলিশ কে খবর দেন, পরে চরগোয়ালগ্রামের মাঠে এক পরিত্যক্ত কবরস্থানের পাশে অর্ধ- ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন পুলিশ । জানাগেছে ঐ ব্যক্তির নাম পলাশ বিশ্বাস তিনি একই গ্রামের মালিথা পাড়ার মৃত আকুল বিস্বাসের ছেলে । স্থানীয়দের দাবি পলাশ এমন ধরনের কাজ করতে পারে না, এটি আত্নহত্যা না হত্যা বিষয় টি খুঁতিয়ে দেখার জন্য প্রসাশনের প্রতি আহব্বান জানিয়েছেন । গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান বলেন, বিষয়টি আমি শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি ।