মাথাভাঙা নদী থেকে তামিমের মরাদেহ উদ্ধার


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২০, ৯:০৯ অপরাহ্ণ /
মাথাভাঙা নদী থেকে তামিমের মরাদেহ উদ্ধার

গাংনী প্রতিনিধিঃ  গাংনীর কাজীপুর ইউনিয়নের পিরতলা গ্রামে নদীতে গোসল করতে যেয়ে নিখোঁজ হওয়া তামিম (১০) এর মৃতদেহ উদ্ধার করেছে বামুন্দী ফায়ার সার্ভিসের একটি টিম ।  গত রবিবার তামিম পিরতলার মাথাভাঙা নদীতে গোসুল করতে যেয়ে নিখোঁজ হন পরে অনেক খোজা খুঁজির পরে তার সন্ধান মিলে না । তার নিখোঁজ হবার ১০ ঘন্টার ব্যবধানে বেতবাড়ীয়া মধুখালির নির্মিত ব্রিজের এক পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করেন একদল ডুবুরি ।  ডুবুরি দলের  প্রধান ডিএওডি শরিফুল ইসলাম জানান, নদীতে অনেক স্রোত থাকায় তার মৃতদেহ খুঁজে পেতে সময় লেগেছে, সময় বাড়ার সাথে সাথে তার লাশ প্রায় ৫ কিমি ভেসে যায় ফলে  আরো বেশি সমস্যার সৃটি হয় ।