গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । নিহত মিলন করমদি গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে । স্থানীয় সুত্রে জানাগেছে নিহত মিলন করমদি গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে বিপ্লবের পুকুরে মাছ ধরতে পানিতে নামে, কিছু মাছ ধরে আবার পুনরায় পুকুরে যায় । পরে পুকুরে কেউ না থাকায় পানিতে তলিয়ে যায় । স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে বামুন্দী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে । জানাগেছে, বিপ্লবের পুকুরে বিষ প্রয়োগের ফলে কিছু মাছ ভেসে উঠলে অনেকেই তার পুকুরে মাছ কুড়াতে যায় । সবার ধারণা মৃত মাছ কুড়াবার জন্যই নিহত মিলন পানিতে নামে ।
পেজের সাথে থেকেও বিস্তারিত তথ্য পেতে পারেন
[efb_likebox fanpage_url=”https://www.facebook.com/MeherpurBarta24″ locale=”en_US” responsive=”0″ show_faces=”0″ show_stream=”0″ hide_cover=”0″ small_header=”0″ hide_cta=”0″]
আপনার মতামত লিখুন :