গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামিমা ইসলামের ফেসবুক একাউন্ট হ্যাক করে অভিনব কৌশলে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের ইনবক্সে টাকা পয়সা দাবি করে প্রতারণা করছেন একটি হ্যাকার টিম । গতকাল ১৭ জুন বুধবার সন্ধ্যায় তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টি হ্যাক করে হ্যাকার । তারপর থেকে ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে বন্ধু, আত্মীয় স্বজন, ছাত্র/ছাত্রী সবার কাছে অর্থ দাবি করে । ইতিমধ্যে তথ্য যাচায় না করে অনেকেই বেশ কিছু ছোট বড় লেনদেন করে ফেলেছেন ।
এ বিষয়ে শামিমা ইসলাম মেহেরপুর বার্তা টোয়েন্টিফোরকে বলেন, কে বা কারা আমার ফেসবুক আইডি (Samima Islam) হ্যাক করে ফেসবুক বন্ধু ও আত্মীয় স্বজনদের কাছ থেকে কৌশলে ০১৭৮১-৪৫৪২৯৯ এবং ০১৩০১-৫২১৫৮৭ বিকাশ নাম্বার দিয়ে টাকা চেয়েছেন । তিনি আরো বলেন বিষয়টি আমি অবগত হবার সাথে সাথে আমার পরিচিত সবাইকে তাৎক্ষনিক জানিয়েছি । পরে আজ সকালে আমাকে এই নাম্বার ০১৭৮১-৪৫৪২৯৯ থেকে কল দিয়ে বড় অঙ্কের টাকা দাবিসহ আমাকে পুলিশি ভয় দেখিয়েছে । উপায়ন্ত না পেয়ে আমি নিকটস্থ গাংনী থানায় একটি সাধারন ডায়েরি করি । দ্রুত আইনের আওতায় আনতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানান । এবং বন্ধু তালিকায় থাকা সকলকে প্রতারক চক্রটির থেকে সতর্ক থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন ।
আপনার মতামত লিখুন :