সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে এমপি সাহিদুজ্জামান খোকনের গভীর শোক প্রকাশ


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : জুন ১৩, ২০২০, ৮:৫৮ অপরাহ্ণ /
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে এমপি সাহিদুজ্জামান খোকনের গভীর শোক প্রকাশ

গাংনী প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিমের  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেহেরপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, কর্মীবান্ধব কারা নির্যাতিত নেতা, দলের একজন বলিষ্ঠ সংগঠক আন্দোলন-সংগ্রামের অকুতোভয় ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম দির্ঘ আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টার ১০ মিনিটে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।  মাননীয় সংসদ সদস্য আরো বলেন “বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিমের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি । যে ক্ষতি পূরণ হবার নয় । জাতীয় চার নেতার অন্যতম ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম । জননেত্রী শেখ হাসিনা সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সমকালীন রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী ও সফল রাজনীতিবিদ ছিলেন তিনি । রাজনীতির পাশাপাশি সমাজ কল্যাণ মূলক কাজে তাঁর অবদান জাতি দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে।”