কাজিপুরে প্রথম করোনা রোগী শনাক্ত


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২০, ৭:২৩ অপরাহ্ণ /
কাজিপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে প্রথম বারের মত করোনা ভাইরাসের সংক্রামণ মিলেছে । আজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাদিয়া সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন কাজিপুরে গ্রামের জনৈক ঐ ব্যক্তির করোনার লক্ষন দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় । পরে ল্যাবে পরীক্ষা নিরীক্ষার পর তার করোনার উপুস্থিতি মেলে । আক্রান্ত ঐ ব্যক্তি সম্প্রতি ফরিদপুর থেকে এসেছে বলে তার পরিবার জানিয়েছেন । বর্তমানে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং পরিবারের অন্যন্য সদস্যদের হোম করেন্টাইন রাখা হয়েছে ।