তেঁতুলবাড়ীয়া প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার রংমহলে ট্রলিচাপায় লিনা খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । মঙ্গলবার সকাল ১১ টার সময় মেহেরপুরের সীমান্তবর্তী রংমহল গ্রামের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিনা খাতুন রংমহল গ্রামের লাল মোহাম্মদের লালুর মেয়ে। স্থানীয় দোকানদার রুহুল বকস জানান, লিনা বাড়ির পাশে একটি মুদির দোকানে সদয় পাতি কিনে বাড়ি ফিরছিলেন, সে সময় মাটি বহনকারী একটি ট্রলি রংমহল ঘোনায় ঘুরাচ্ছিলেন পরে বেখেয়ালি ড্রাইভারের কারনে লিনা ট্রলিটির পিছনের চাকার নিচে পড়ে যায় এবং উপুস্থিত জনগণ চিৎকার করে ট্রলির ড্রাইভারকে জানান, কিন্তু সে সময় ট্রলির ড্রাইভার ট্রলিটি নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হন । পরে স্থানীয় লোকজন ট্রলি চালককে আটক করেন এবং লিনা কে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তাকে মৃত ঘোষণা করেন । জানাগেছে, ট্রলি চালক আরশাদ তেঁতুলবাড়ীয়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে, সে ট্রলির মাধ্যমে মাটি নিয়ে গ্রামের বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে থাকেন । গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।
আপনার মতামত লিখুন :