গাংনী প্রতিনিধিঃ সরকার করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন কর্মসূচি ও প্রচার প্রচারনা চালালেও গ্রামের মানুষ তা কর্ণপাত করছেননা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দোকানগুলো বন্ধ রাখার জন্য নির্দেশনা থাকা সত্ত্বেও সন্ধ্যার পর মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে বিভিন্ন দোকান খোলা থাকতে দেখা যায়, বিশেষ করে গার্মেন্টস,মুদিখানা, পানের , বিভিন্ন চায়ের দোকান খোলা রেখে ও জনসমাগম করে চা পান করতে দেখা গেছে । অপরদিকে সার, ডিজেল, মবিল ইত্যাদি দোকান সহ অন্যন্য দোকান প্রয়োজন মত খোলা ও বন্ধ করতে দেখা যায় । এ বিষয়ে দোকান কর্তিপক্ষ, কথা বলতে রাজি হয় নাই।
আপনার মতামত লিখুন :