গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে উপজেলায় কলেজে যাওয়ার সময় বাসে উঠতে গেলে হেলপারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হয় মোঃ সানি (১৮) নামের এক কলেজ ছাত্র । আজ শনিবার সকাল ১০.০০ টার দিকে উপজেলার তেরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সানি (১৮) গাংনীর কামারখালী গ্রামের সেলিম হোসেনের ছেলে । সে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর বিএম শাখার ছাত্র ।
স্থানীয়রা জানান, চলন্ত বাসের ছাদের উপরে হেল্পার ও ছাত্রের মধ্যে হাফ ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয় । হঠাৎ হেল্পার ছেলেটি ধাক্কা দিলে বাস থেকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হয় । আহত সানিকে উদ্ধার করে পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি গাংনী থানা পুলিশের একটি টহল দল পাঠানো হয়েছে সেখানে ।
আপনার মতামত লিখুন :