হেল্পারের ধাক্কায় বাস থেকে পড়ে আহত কলেজ ছাত্র


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২০, ১০:৫৭ অপরাহ্ণ /
হেল্পারের ধাক্কায় বাস থেকে পড়ে আহত কলেজ ছাত্র

গাংনী প্রতিনিধিঃ  মেহেরপুরের গাংনীতে উপজেলায় কলেজে যাওয়ার সময় বাসে উঠতে গেলে হেলপারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হয় মোঃ সানি (১৮) নামের এক কলেজ ছাত্র । আজ শনিবার সকাল ১০.০০ টার দিকে উপজেলার তেরাইল  গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সানি (১৮) গাংনীর কামারখালী গ্রামের সেলিম হোসেনের ছেলে । সে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর বিএম শাখার ছাত্র ।

স্থানীয়রা জানান, চলন্ত বাসের ছাদের উপরে হেল্পার ও ছাত্রের মধ্যে হাফ ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয় । হঠাৎ হেল্পার ছেলেটি ধাক্কা দিলে বাস থেকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হয় । আহত সানিকে উদ্ধার করে পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি গাংনী থানা পুলিশের একটি টহল দল পাঠানো হয়েছে সেখানে ।