ঢাকা প্রতিনিধিঃ এ পৃথিবীতে ভালোবাসার বহিঃপ্রকাশ করার অনেক মাধ্যম থাকলেও ১৪ই ফেব্রুয়ারি এই তারিখকে অপেক্ষা করে ঘটা করেই পালন করা হয় ভালোবাসা দিবস । বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার প্রিয় মানুষের মাঝে ভালোবাসার অটুট বন্ধন তৈরি করে করে ভালোবাসা আদান প্রদান করেন । তরুন – তরুণী, বৃদ্ধ – বৃদ্ধা সকলে তাদের ভালোবাসা নিজস্ব উপায়ে উপস্থাপন করে থাকেন কিন্তু এবার একেবারেই ব্যতিক্রম ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক সামাজিক সংগঠন “বন্ধু জুনিয়র যুব ক্লাব’ এই ক্লাবের আয়োজনে ফুলের পরিবর্তে কোরআন শরীফ দিয়ে ভালোবাসার নিবিড় দৃষ্টান্ত স্থাপন করেছেন । ব্যনারে থাকা স্লোগানে উল্লেখছিলঃ
“আসুন ভালোবাসা দিবসে ফুল নয়, কোরআন শরীফ প্রদান করি “
এই বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তিদের মাঝে কোরআন শরীফ প্রদান করেন । তাদের লক্ষ্য কোরআন শরীফ এর মাধ্যমে তাদের ভালোবাসা ছড়িয়ে পড়বে একে অপরের হৃদয়ে, কোরআনের আলো দিয়ে কেটে যাবে আঁধার, নৈতিকতা জাগ্রত হবে, ফুল সেতো ক্ষণিকের ভালোবাসা প্রকাশ, এই কোরআন হতে প্রকৃত ভালোবাসা আহরণ করবে যুগযুগান্তর ধরে ।
আপনার মতামত লিখুন :