চুলার আগুনে রান্নাঘর গোয়ালঘর পুড়ে ছাই


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২০, ৭:৫৫ অপরাহ্ণ /
চুলার আগুনে রান্নাঘর গোয়ালঘর পুড়ে ছাই

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মোল্লিকপাড়ায় মফেজ সর্দারের ছেলে আবুল সর্দারের রান্নাঘরের আগুন থেকে গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে।  রান্নাঘরে থাকা টিন ও গোয়ালঘরে  থাকা গরু ছাগলও রক্ষা পাইনি এই আগুন থেকে । প্রতক্ষ্যদর্শীরা জানান, আনুমানিক সকাল ৯.৩০ ঘটিকার সময় রান্নাঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং পরে সবকিছু পুড়ে যায় । ধারণা করা হচ্ছে আনুমানিক ৩০,০০০ টাকার মত ক্ষতি হয়েছে ।