আন্তর্জাতিক জার্নাল থেকেঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লি ওয়েনলিয়াং নামের এক চীনা চিকিৎসকের মৃত্য হয়েছে । এই চীনা চিকিৎসক প্রথম অন্যদের সতর্ক করেছিলেন এবং পরবর্তিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে আসছিলেন এই জন্য অনলাইন জার্নালে তাকে “হিরো” চিকিৎসক বলে আক্ষিত করেছেন । কিন্তু চীনা চিকিৎসক ডাঃ লি ওয়েনলিয়াং কিছুদিন আগে রোগীদের কাছ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হন । এবং পরবর্তিতে তিনিই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন । বিবিসি অনলাইন জার্নালে এই তথ্য নিশ্চত করেছেন । লি ওয়েনলিয়াং উহান সেন্ট্রাল হসপিটালে চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন ।
আপনার মতামত লিখুন :