ঢাকাঃ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার পাঁচ নম্বর আসামি ইফতির বাবা গতকাল রাতে স্টোক করে মারা গেছেন । ইফতির মা জানান, গতকাল গভির রাতে সে মারা গেছেন । মৃত ফকির মোশাররফ হোসেন (৪৫) তিনি রাজবাড়ী ধুনচি গ্রামের আটাশকলোনি এলাকায় বসবাস করতেন । জানাগেছে, গত ৩০শে জানুয়ারী তাঁর ছেলে ইফতির ঢাকা আদালতে শুনানির দিন ছিল সে সময় বাবা ফকির মোশাররফ হোসেন ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকে ছেলে ইফতির জন্য দুশ্চিন্তা করতে থাকেন এবং পরবর্তিতে সে রাতে আনুমানিক ২ টার দিকে স্টোক করেন । পারিবারিক সুত্রে জানাযায়, প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাবার সময় পথের মধ্যো তিনি মারা যান । এদিকে স্বামীকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী রাবেয়া বেগম ।
আপনার মতামত লিখুন :