জাবিতে শুরু হল আন্তঃব্যাচ (গণিত বিভাগ) ফুটবল টুর্নামেন্ট-২০১৯
স্টাফ রিপোর্টার, মেহেরপুর বার্তা টোয়েন্টিফোর
প্রকাশের সময় : জুলাই ১৯, ২০১৯, ১:৫৯ পূর্বাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক,জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ শুরু হয়েছে আজ বৃহঃবার(১৮-০৭-১৯) সকাল নয় ঘটিকার সময়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণিত বিভাগের ৪৭ তম আবর্তনের উদ্যোগে “আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০১৯” এর শুভ উদ্বোধন করেন গণিত বিভাগের ক্রীড়াপ্রেমী, মমতাময়ী সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা ম্যাম এবং আরো ছিলেন গণিত বিভাগের ক্রীড়া শিক্ষক জনাব এস এম মাহমুদুল হাসান স্যার, ড. আব্দুর রাশিদ স্যার এবং ছাত্র প্রিয় শিক্ষক অধ্যাপক ড. আমিনুর রহমান খান স্যার।
খেলাতে অংশগ্রহণ করবেন গণিত বিভাগের ৪৮ তম আবর্তন থেকে ৪৩ তম আবর্তনের মোট ৬টি দল।খেলাটি পরিচালনা করবে গণিত বিভাগের ৪৭ তম আবর্তনের আয়োজক কমিটি । আজকের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ৪৬ ও ৪৮ তম আবর্তন।
এছাড়া,”খেলাতে অংশ নেওয়া সকল দলেকে শুভকামনা জানান” গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা ম্যাম।
ম্যাচের প্রতিটি মুহূর্তকে প্রাণবন্ত করে রেখেছিলেন সকলের প্রিয় শিক্ষক এস এম মাহমুদুল হাসান স্যার।
আপনার মতামত লিখুন :