সারাদেশঃ বন্ড ০০৭ ফেসবুক গ্রুপের তথ্যনুযায়ী ও সিসি টিভির ভিডিওতে রিফাত হত্যায় অন্তত অংশ নেয় ২০ জন । বরগুনা সরকারি কলেজের সর্ব শেষ সিসি টিভির ফুটেজ থেকে সংগ্রহ করা তথ্য বলছে এটি পুর্ব পরিকল্পিত একটি হত্যাচক্র যেখানে রিফাত ফরাজি, সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড এবং রিফাতের ছোট ভাই রিশান ফরাজী নেতৃত্বে ছিলেন ।
এখনো পর্যন্ত মামলার তদন্ত তদারক কর্মকর্তা বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, আদালতে দেওয়া জবানবন্দিতে চার আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ।
আপনার মতামত লিখুন :