শ্যামলী কাউন্টার থেকে ১৩১ বোতল ফেন্সিডিল উদ্ধার


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২০, ৮:৩০ পূর্বাহ্ণ /
শ্যামলী কাউন্টার থেকে ১৩১ বোতল ফেন্সিডিল উদ্ধার

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে ১৩১ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ ।  গতকাল সোমবার রাত ১০ টার দিকে স্থানীয় জনতার উপস্থিতিতে তাকে সোপর্দ করে,  আটক মাদক ব্যাবসায়ীর নাম তরিকুল ইসলাম সে চুয়াডাঙ্গা জেলার হুদাপাড়া উপজেলার হুদাপাড়া গ্রামের বাসিন্দা । মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে তার নানার বেড়াতে এসেছিলেন । শ্যামলী কাউন্টার মাষ্টার সুত্রে জানাযায়, তরিকুল ঢাকার উদ্যেশ্য সবজি ভর্তি ২টি বস্তা কাউন্টারে নিয়ে আসেন,  বস্তার আকার আকৃতি দেখে সন্দেহ হলে তাকে ডাকাডাকি করে , কিন্তু সে সে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা  তাকে আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছালে তাদের কাছে তাকে সোপর্দ করা হয়।