সংঠনটির আহবায়ক সম্রাট দেব চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সামান্য কারিগরি সহায়তা পেলেই আমাদের এই কাজটি আমরা অত্যন্ত সহজে করতে পারবো। তবে প্রশাসনিক সহায়তা না পেলেও আমরা থেমে থাকবো না। আমরা আশা করবো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনসমূহও আমাদের এই উদ্যোগে আমাদের পাশে দাড়াবে।’
এ বিষয়ে সংগঠনটি যুগ্ম আহবায়ক মোঃ আল আমীন ও নুজহাত তাবাসসুম যৌথভাবে বলেন, ‘ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিপরীতে প্লাজমা থেরাপী মানুষকে কিছুটা আশান্বিত করেছে। কিন্তু প্রয়োজনের সময় একজন রোগী বা তার পরিবারের জন্যে কাঙ্ক্ষিত প্লাজমা পাওয়াটা অনেক দূরুহ হয়ে দাড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় খুলে দিলে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাবির শিক্ষার্থীরা যাতে এই সমস্যায় না পরা লাগে সেই উদ্দেশ্যেই আমরা এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
আপনার মতামত লিখুন :