ঢাকাঃ রাজধানীর বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা । একে একে যোগে দেন , নৌ বাহিনী ও বিমান বাহিনী । উৎসুক সাধারণ জনতার মাঝ থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন উদ্ধার কাজে । প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাঝ থেকেও অনেক ছাত্র ছুটে আসে, দেখা যায় নিজ কাঁধে করে ফায়ার সার্ভিসের পানির পাইপ বহন করতে । যে যেখান থেকে পেরেছে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে এসেছে, তাদের বাঁচার আকুতি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পথ শিশুও । কেঁদেছে উপস্থিত লোকজন । ছবিতে দেখা যায় ছেলেটা ছিদ্র পাইপে বসে লক্ষ্য করছে পানি ঠিক মত যাচ্ছে কিনা। চেহারায় দীপ্ত চাপ, আবার মমতায় ভরা । তবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক মানুষের মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করা নিয়েও সমালোচনা হচ্ছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ।
আপনার মতামত লিখুন :