গাংনী প্রতিনিধিঃ গাংনীতে থানা পুলিশ অভিযান চালিয়ে তিনটি মোটর সাইকেল উদ্ধার করেছে। থানা পুলিশের একটি টীম সোমবার রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ও বুরাপাড়া থেকে মোটর সাইকেল তিনটি উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয় ।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গত রোববার স্থানীয় জনতা মোটর সাইকেল চোর রনিকে আটক করে গাংনী থানায় সোপর্দ করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। সে অনুযায়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুশাডাঙ্গার ফরিদুলকে আটক করে জিজ্ঞাসাদ করা হলে মোটরসাইকেলের সন্ধান দেয় ফরিদুল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেয়া হয়েছে। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান তারা দোষি হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
আপনার মতামত লিখুন :