গাংনীতে গাছের সাথে ধাক্কা লেগে এসবি সুপার ডিলাক্সের ৫ যাত্রী আহত
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রামে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গাছের সাথে এববি সুপার ডিলাক্সের ধাক্কা লেগে ৫ জন আহত হয়েছে, সেখানে থাকা গাড়ির সুপার ভাইজার হেলপার সহ ৫ যাত্রী এই দুর্ঘটনার শিকার হয়েছেন। যানাগেছে ১৪ জানুয়ারি মঙ্গলবার ঢাকা থেকে ছেড়া আসা এববি সুপার ডিলাক্সের গাড়টি ভোড় ৫.০০ টাই বামুন্দী পৌঁছায়, এবং ৫ জন যাত্রী নিয়ে গাংনীর উদ্দেশ্যে রউনা হন, কিন্তু জোড়পুকুরিয়া গ্রামে আসার পর পথে মধ্যে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাসে থাকা গাছের সাথে সজরে ধাক্কা দেন, এতে গাড়িটির সামনেভাগ দুমড়ে মুচড়ে যায়, পরে আহত যাত্রীদের গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, ধারণা করা হচ্ছে চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানাের কারণে এ দূর্ঘটনা ঘটেছে ।