করোনাভাইরাসে চীনা চিকিৎসক লি ওয়েনলিয়াং মারা গেলেন
আন্তর্জাতিক জার্নাল থেকেঃ চীনা চিকিৎসক লি ওয়েনলিয়াং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন । বিবিসি অনলাইন প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছেন । এই চিনা চিকিৎসক সর্ব প্রথম উহান নগরীতে বসবাস করা ব্যক্তিদের সতর্ক করেছিলেন । ভাইরাসটি যখন একে একে ছড়িয়ে পড়ছিলেন ঠিক তখনি তাদের পাসে সেবা দানে দাঁড়িয়ে যান কিন্তু পৃথিবীর নির্মম পরিহাসে সেই সেবা গ্রহীতা রোগীদের কারো কাছ থেকে করোনাভাইরাসটি ডাঃ লি ওয়েনলিয়াং এর মাঝে ছড়িয়ে পড়েন । আক্রান্ত হয়ে ধিরে ধিরে মৃত্যুর দিকে ঘড়িয়ে পড়েন । মৃত্যকালে তিনি উহান শহরের সেন্ট্রাল হসপিটালে চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন ।