গাংনী উপজেলায় শয়নকক্ষ থেকে জালনোট উদ্ধার
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের জনিরুল ইসলাম ওরফে জনির বাড়ি থেকে এক হাজার টাকার ২৬টি জালটাকার নোট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জালাল উদ্দিন ও গাংনী থানার ভারপ্রাপ্ত এসআই রবিউল ইসলাম । জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে জনির বাড়িতে ফেন্সিডিল মাদক আছে এমন সুবাদে তাঁর বাড়িতে অভিযান চালাতে যান, কিন্তু জনিকে না পেয়ে জালাল উদ্দিন ও গাংনী থানা পুলিশের যৌথ তল্লাসিতে তাঁর শয়নকক্ষে খাটের নীচ থেকে জালটাকা উদ্ধার করেন । উদ্ধারের পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকের পক্ষে জালাল উদ্দিন জনির বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা করেছেন ।