মেহেরপুর গাংনীর পলাশীপাড়া গ্রামের কলেজ ছাত্রীর আত্নহত্যা
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুর গাংনীর পলাশী পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে মাছুরা খাতুন নামের এক কলেজ ছাত্রী আত্নহত্যা করেছে। নিহত মাছুরা খাতুন (২২) পলাশী পাড়া গ্রামের আকবর আলী মন্ডলের মেয়ে ও গাংনী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী। আজ মঙ্গলবার বিকাল তিনটার সময় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে কলেজ ছাত্রী মাছুরা খাতুন। স্থানীয় সুত্রে জানাগেছে, কলেজ ছাত্রী মাছুরা খাতুন মঙ্গলবার সকালে তার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। সারাদিন সে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল।
পরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে কি কারনে কলেজ ছাত্রী আত্নহত্যা করেছে তা ক্ষতিয়ে দেখা দরকার বলে মনে করছেন স্থানীয়রা। পারিবারিক কলহ নাকী অন্য কোন ঘটনা তা উদঘাটন করার দাবী স্থানীয়দের।