তেঁতুলবাড়ীয়া করোনা রোগির হটস্পট


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : জুন ১৪, ২০২১, ৭:৫৫ পূর্বাহ্ণ /
তেঁতুলবাড়ীয়া করোনা রোগির হটস্পট

নিজস্ব প্রতিবেদনঃ  তেঁতুলবাড়ীয়াকে করোনা রোগির হটস্পট হিসাবে উল্লেখ করেছেন গাংনীর প্রশাসন ও চিকিৎসামহল। এখন তেঁতুলবাড়ীয়ায় করোনায় সংক্রমণের হার সর্বচ্চ, মাত্র ১ দিনের ব্যবধানে মেহেরপুরের অন্যান্য গ্রামের করোনা আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়েছে তেঁতুলবাড়ীয়া । করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করে ডক্টর পয়েন্টের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি রেসিডেন্ট ও গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্স এর সাবেক মেডিকেল অফিসার ডাঃ এম সজীব উদ্দীন (স্বাধীন)বলেন,  তেঁতুলবাড়ীয়া গ্রাম সংলগ্ন অন্যান্য গ্রামে করোনার প্রকোপ প্রতিরোধে অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশন নিশ্চিত করতে হবে । গ্রামের হাটবাজার, দোকানপাট ও চলাচল ও গনজমায়েত নিয়ন্ত্রণ করার কোন বিকল্প নাই । গাংনী উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সহ তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের জনপ্রতিনিধি ও সচেতন সমাজের এই সংকটপূর্ণ সময়ে নিরলস ভাবে কাজ করার কোন বিকল্প নাই।

করোনা ভাইরাসের তাণ্ডবে রীতিমত বিপর্যস্ত ভারত, এবং সেই দিক খেয়াল করে জনসচেতনতা ছাড়া এই করোনা প্রতিরোধ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।