গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী পশুরহাট এলাকায় ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন । নিহতরা হলেন এটিএন নিউজের এইচআর ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে মকবুল হোসেন (২৮) ও তার বন্ধু চরগোয়ালগ্রাম গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আক্তারুজ্জামান (২৭) ।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান মেহেরপুরবার্তা টোয়েন্টিফোর ডটকম কে জানান, আজ ০২ আগষ্ট রবিবার সকালে মুকবুল ও তার বন্ধ গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম থেকে মোটরসাইকেলে যোগে আসছিলেন বামুন্দীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়ে গুরুত্বর আহত হন পরে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন । এলাকাবাসী বলেন, তারা উভয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং নিহত আক্তারুজ্জামান এবার বিসিএস পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন । গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন ট্রাকটিকে আটক করা হয়েছে তবে ড্রাইভার পালিয়ে গেছে, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে ।
আপনার মতামত লিখুন :