ইফতারের ছবি ফেসবুকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার অনুরোধ


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২০, ২:৫২ অপরাহ্ণ /
ইফতারের ছবি ফেসবুকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার অনুরোধ

অনলাইন ডেস্ক মেহেরপুরবার্তা ২৪ঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লন্ডভন্ড সারা বিশ্ব, দিন দিন করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বাড়ছে ৷ সেই সাথে মানুষের ভেতরও আতঙ্ক ছড়াচ্ছে ৷ করোনা ভাইরাসের কারণে কাজে যেতে না পারায়  অনেক মানুষ অনেক পরিবার অনাহারে দিন কাটাচ্ছে, ব্যক্তি পরিবার আজ দিশেহারা, অনেকের ঘরে চুলা জ্বলছেনা, শিশু, বৃদ্ধা, যুবকসহ সবার জরাজির্ন অবস্থা । হাজার হাজার করোনায় পজিটিভ রোগী হাসপাতালের বেডে শুয়ে বাঁচার অকুল আবেদন করে যাচ্ছে সৃষ্টি কর্তার কাছে । পরিবার, সমাজ সব জাগাই আজ করোনা ভাইরাসে স্তব্ধ । গৃহবন্দী করে দিয়েছে এই পুরো পৃথিবীটাকে । সারা বছর সাচ্ছন্দে কাটানো মানুষটিও আজ বাক্রুদ্ধ, ব্যাধিগ্রস্থ এই ধরনীর মানুষের প্রশান্তির বাতাস কবে আবার ফিরে আসবে তাও কারো জানা নেই । অতল গ্রহে হারিয়ে যাছে দিন দিন মানুষের স্বাভাবিক জীবন। মানুষ আজ সত্যিই অসহায়! সত্যিই মহামারীর ব্যাপকতা অনুধাবন করা যাচ্ছে । এই মানুষের অসহায়ত্বের মাঝেও আল্লাহর নৈকট্য লাভের জন্য কেউ খেয়ে না খেয়ে মহান সৃষ্টি কর্তার জন্য রোজা রাখছেন, কেউ এই মহামারীর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন । বিশ্বের এই সংকটময় চিত্র দিনের আলোর মত ফুটে উঠেছে । পৃথিবী কতই না আসহায়! কিন্তু এরি মাঝে কেউ কেউ মাহে রমজানের ইফতারের ছবি বিভিন্ন সোসিয়াল মেডিয়ায় প্রকাশ করছেন । ফেসবুকে প্রকাশ করছেন, যার কারনে অনেকেই ছবি না দেবার জন্য অনুরোধ করেছেন সাথে অনেকই বলেছেন এই মহামারীতে ছবি পোষ্ট করা সত্যিই একটি নিন্দনীয় ও ঘৃণিত কাজ ।  তারা হইত জানেন না অনেকের জন্য এই ছবি কষ্টের কারণ হতে পারে । মহন নামের একজন লিখেছেনঃ অনুগ্রহ করে ইফতারের ছবি ফেইসবুকে পোস্ট করবেন না । এই মহামারীর মাঝে অনেকের ঘরে নুন ভাত জুটছেনা! রাব্বি নামের এক ব্যক্তি লিখেছেনঃ আজ মালয়েশিয়া পানি দিতে রোজা রেখেছি । লকডাউনে খাবার সংকটে পড়েছি সুতরাং যারা ফেসবুকে ইফতারের ছবি পোষ্ট করেন অনুগ্রহ করে ছবি পোষ্ট থেকে বিরত থাকি । এই মহামারী করোনা ভাইরাসে সবাই আজ বেশ অসহায় ।