মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভাবরপাড়া গ্রামের সুফল শাহের ছেলে ইদ্রিস আলী (৩৮) গত বুধবার করোনা উপসর্গ নিয়ে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয় এবং সেখান থেকে তার করোনার ফলাফল পজেটিভ আসে । চিকিৎসাধিন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয় । তার মৃত্যুর পর মুজিবনরগ উপোজেলা লকডাউন করা হয়েছে এবং তাঁর সাথে সম্পৃক্ত সবাইকে হোম কোয়ারিন্টাইনে পাঠানো হয়েছে । তার দাফন কাজে অংশ নেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ওসি (তদন্ত) সহ দাফন কাজে অংশ নেওয়া সকলকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।
আপনার মতামত লিখুন :