গাংনীতে ভ্রাম্যমান আদালতের করাতকল মালিকের জরিমানা


Rasheduzzaman প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ণ /
গাংনীতে ভ্রাম্যমান আদালতের করাতকল মালিকের জরিমানা

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে করাত কল মালিক গোলাম মস্তফাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে গাঁড়াডোব গ্রামে ইটভাটার পাশে করাত কল অবৈধভাবে কাঠ ফাড়াইয়ের জন্য তাকে ২০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । জরিমানা প্রদানকারী মালিক বামুন্দির আকমল আলীর ছেলে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয় । সে সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন গাংনী উপজেলা পুলিশের এসআই মোঃ এবারত হোসেনসহ সঙ্গীয় ফোর্স ।