আজ অমর নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী


মেহেরপুর নিউজ টোয়েন্টিফোর প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০১৯, ৪:১৯ অপরাহ্ণ /
আজ অমর নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী

ঢাকা ডেক্ষঃ  বাংলাদেশের চলচ্চিত্রের রুপালি পর্দার নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক সালমান শাহ। আজ শুক্রবার তার ২৩তম মৃত্যুবার্ষিকী । ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বপ্নের যুবরাজ সালমান শাহ্‌ এর নিথর দেহ!  কোটি বাঙালির মনে আজো মিশে আছে তাঁর ভালোবাসা প্রিয় নায়ক সালমান শাহ্‌  । দিনের বদলে নতুনত্বের আগমন আসলেও প্রিয় নায়ককে অনুপুস্থিতি এখনো তাকে খুঁজে ফেরে তাঁর ভক্ত ও অনুরাগী মহলে ।  তাঁর অকালে চলে যাওয়া স্বাভাবিক ভাবে কেউ মেনে নিতে পারেনি এখনো, তাঁর আত্মহত্যার খবরে বিস্মিত হয়েছিল গোটা দেশ  তাঁর অসময়ের প্রস্থানে কোনভাবেই মানতে পারছিল না ভক্তরা । সালমান শাহ মৃত্যুতে এখনো ঘুরপাক খাচ্ছে হত্যা নাকি আত্মহত্যা সেই চক্রে । নিয়তির নিষ্ঠুর নিয়মে স্মৃতির পাতা গুলো ঝাপসা হয়ে আসছে ক্রমান্বয়ে কিন্তু সালমান শাহ উদ্দীপ্ত যুগ-যুগান্তরে, দর্শকের অন্তরে অন্তরে মৃত্যুর এই দিনে ঢাকার সবথেকে স্টাইলিস্ট নায়ক কে স্মরণ করছেন তার ভক্ত অনুরাগী ।

স্বপ্নের পৃথিবীতে তিনি স্বপ্নের নায়ক, এখন যদিও মেঘের ওপারে প্রিয় নায়কের স্বপ্নের ঠিকানা,  তবু আশা ভালোবাসায় চাওয়া থেকে পাওয়া যে  রয়েই যায় ।  জীবনের গোলকধাঁধায় জীবন সংসারের কেটে গেছে বহু বহুদিন তবু আজও আবেগের দেনমহরে প্রেম পিয়াসী মনে তারন্যের মিছিলে তাই শ্লোগান মূখর তোমাকে চাই ।  যদিও জানি সত্যের মৃত্যু নেই, তবুও অন্তরে অন্তরে বিক্ষোভ বুকের ভিতর আগুন চোখে মহামিলনের আনন্দ অশ্রু তুমি আমার । জলের জোয়ার ভাটার খেলায় এই ঘর এই সংসার এ হয়তো পেরিয়ে যাবে দিন মাস বছর । তবু কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত ভক্তকুলের প্রেম যুদ্ধে শুধু তুমি যে  সুজন সখী। কোটি আঞ্জুমানের প্রিয়জন আর স্নেহের সেই একটি নাম সালমান শাহ্‌! প্রিয় এই নায়কের প্রস্থানে যে সময় থমকেগিয়েছিল আজো তা থমকে আছে । ভক্তদের বিশ্বাস একদিন হইত বিচার হবে সেই হত্যা কান্ডের । সেদিন হইত মায়ের আচল ছিড়ে যাবে ন্যায়ের সুবাতাস ।