টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা


স্টাফ রিপোর্টার, মেহেরপুর বার্তা টোয়েন্টিফোর প্রকাশের সময় : জুলাই ১৮, ২০১৯, ১১:৩৩ অপরাহ্ণ /
টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ-হেল কাফি সভাপতি এবং ৪৪ তম আবর্তনের শিক্ষার্থী রুমি আল মেহেদী সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।

 

কমিটিতে সহসভাপতি পদে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড.ইসমত আরা, কোষাধ্যক্ষ পদে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক আব্দুস সালাম মিঞা, কর্মচারী সমন্বয়ক হিসেবে নিযুক্ত হয়েছেন ইতিহাস বিভাগের কর্মচারী রবিউল আলম।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০ জন, সাংগঠনিক পদে ৮ জন, দপ্তর সম্পাদক একজন, উপ দপ্তর সম্পাদক পদে দুইজন, প্রচার সম্পাদক একজন , উপপ্রচার সম্পাদক ২ জন, ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন ১১ জন, সদস্য হিসেবে রয়েছেন আরো আট জন করে। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে